কাল থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক: এনবিআর
আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) থেকে আমদানি ও রপ্তানি পণ্যের ছাড়ের সব ধরনের সনদ অনলাইনে জমা দেওয়া বাধ্যতমূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামীকাল থেকে দেশের ১৯টি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বা রেগুলেটরি অথরিটির ইস্যু করা ছাড়পত্র, সার্টিফিকেট কিংবা পারমিট অনলাইনে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্ল্যাটফর্মে ইনপুট না থাকলে, সেসব আবেদন গ্রহণযোগ্য হবে না। ম্যানুয়াল বা কাগজপত্রভিত্তিক কোনো ছাড়পত্র এই সময়ের পর আর কার্যকর বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তিতে আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত অংশীজনদের বিএসডব্লিউ বাস্তবায়নে সহযোগিতার অনুরোধও জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় বিএসডব্লিউ সিস্টেম ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, বিএসডব্লিউ মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের (সিএলপি) জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সিএলপি সংগ্রহ করতে পারেন।
সিএলপি গ্রহণের আগে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে নিবন্ধন করতে হবে।
Post a Comment