"এনবিআরের বড় রদবদল — বাধ্যতামূলক অবসরে ৪ শীর্ষ কর্মকর্তা"
"হঠাৎ সিদ্ধান্ত! এনবিআরের ৩ সদস্য ও ১ কমিশনারকে অবসর"

আজ (বুধবার) সরকার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৪ জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
🔹 ড. আবদুর রউফ – সদস্য (মূসক নীতি)
🔹 হোসেন আহমদ – সদস্য (শুল্ক নীতি ও আইসিটি)
🔹 আলমগীর হোসেন – সদস্য (কর)
🔹 শাব্বির আহমেদ – কমিশনার, বরিশাল কর অঞ্চল
সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে এই সিদ্ধান্ত—আইন অনুযায়ী তারা সব সুযোগ-সুবিধা পাবেন।
📌 এর আগে চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
📌 এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে, যার মধ্যে ২ জন সদস্য এবং এক নেতা রয়েছেন।
#NBR #Bangladesh #দুর্নীতি #সরকারি_চাকরি #অবসর #কাস্টমস #রাজস্ব
Post a Comment