Header Ads

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন: এবার বন্ধ আমদানি কার্যক্রম, প্রধান কার্যালয়ে সেনাসদস্য ও পুলিশ মোতায়েন


 জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার অধ্যাদেশ বাতিলের দাবিতে সংস্থাটির ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলোর সব কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। বন্ধ আছে আমদানি কার্যক্রমও বন্ধ। চালু আছে কেবল রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম।

এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমদানিকৃত পণ্যের চালানের বিল অভ এন্ট্রি অনলাইনে সাবমিট করা গেলেও প্রসেসিং বন্ধ রয়েছে। ফলে আমদানি পণ্য খালাস করা যাচ্ছে না। 

এদিকে শনিবার (২৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।  


এছাড়া রাজস্ব ভবনের নিচে ও চেয়ারম্যানের ফ্লোরে পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে। 


পাশ হওয়া অধ্যাদেশ বাতিল করা, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ, এনবিআর সংস্কার নিয়ে রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ করা এবং এরপর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এনবিআর সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন কর্মকর্তাদের প্ল্যাটফর্ম 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'।

এর আগে এনবিআর বিলুপ্ত করার প্রতিবাদে আন্দোলনরত কর্মকর্তারা সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে অসহযোগ আন্দোলন শুরু করেন। তারা আজ শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থল শুল্ক স্টেশন ছাড়া সব ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দেন। 

তবে দাবি পূরণ না হলে ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া এনবিআরের সব কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

No comments

"এনবিআরের বড় রদবদল — বাধ্যতামূলক অবসরে ৪ শীর্ষ কর্মকর্তা"

  "হঠাৎ সিদ্ধান্ত! এনবিআরের ৩ সদস্য ও ১ কমিশনারকে অবসর" আজ (বুধবার) সরকার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৪ জ্যেষ্ঠ কর্মকর্তাকে ...

Theme images by mariusFM77. Powered by Blogger.