বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কোর্স ফি পাঠানো সহজতর করল সরকার
বিদেশে পেশাগত কোর্সের ফি পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
বিদেশে পেশাগত সার্টিফিকেট কোর্সের ফি পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এই ধরনের কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফি পাঠাতে আর কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন লাগবে না।
মঙ্গলবার (২০ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে পরীক্ষার ফি পাঠানোর ক্ষেত্রে ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত পূরণ হলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো সরাসরি ফি পাঠাতে পারবে।
তবে এই রেমিট্যান্স কার্যকর করার আগে ব্যাংকগুলোকে কয়েকটি তথ্য যাচাই করতে হবে। যেমন: শিক্ষার্থীর ঘোষণাপত্র, ডিমান্ড নোট, চালান বা পরীক্ষার ফি-সংক্রান্ত নোটিশ।
এর আগে ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল, টোফেল, এসএটি ইত্যাদি আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশের অনুমোদিত কেন্দ্রগুলো টাকায় সংগ্রহ করে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠানোর সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। এবার সে সুবিধার পরিধি আরও বিস্তৃত হলো পেশাগত সার্টিফিকেট কোর্সেও।
এই পদক্ষেপের ফলে বিদেশে উচ্চতর পেশাগত দক্ষতা অর্জনে আগ্রহী শিক্ষার্থীরা আরও সহজে ফি পাঠাতে পারবেন, যা মানবসম্পদ উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
Post a Comment