"বদলির নির্দেশিকা ছিঁড়ে ফেলায় চাকরি হারালেন এনবিআরের ১৪ কর্মকর্তা"
বদলির আদেশ কার্যকর না করায় ওএসডি করা হলো কর্মকর্তাদের
আদেশ অমান্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত
বদলির সরকারি আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে এনবিআরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্তকৃতদের মধ্যে ৯ জন আয়কর বিভাগ ও ৫ জন কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা। তারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এনবিআর বিলুপ্তি অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে চলমান আন্দোলনে যুক্ত ছিলেন।
আয়কর বিভাগের বরখাস্ত কর্মকর্তারা হলেন:
মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-৮, ঢাকা
মাসুমা খাতুন, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-২, ঢাকা
মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-১৫, ঢাকা
মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল, কুষ্টিয়া
মোনালিসা শাহরীন সুস্মিতা, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল, নোয়াখালী
মো. আশরাফুল আলম প্রধান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল, কক্সবাজার
মোহাম্মদ শিহাবুল ইসলাম, উপকর কমিশনার, কর অঞ্চল, খুলনা
নুশরাত জাহান শমী, উপকর কমিশনার, কর অঞ্চল, রংপুর
ইমাম তৌহিদ হাসান শাকিল, উপকর কমিশনার, কর অঞ্চল, কুমিল্লা
কাস্টমস ও ভ্যাট বিভাগের বরখাস্ত কর্মকর্তারা:
মো. শাহাদাত জামিল, উপ কমিশনার ও এনবিআরের দ্বিতীয় সচিব
হাছান মুহম্মদ তারেক রিকাবদার, অতিরিক্ত মহাপরিচালক, মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর
সিফাত-ই-মরিয়ম, অতিরিক্ত কমিশনার ও এনএসডব্লিউ প্রকল্পের উপ-পরিচালক
সবুজ মিয়া, রাজস্ব কর্মকর্তা, ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেট
শফিউল বশর, রাজস্ব কর্মকর্তা, খুলনা ভ্যাট কমিশনারেট
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, এসব কর্মকর্তার বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য, শৃঙ্খলাভঙ্গ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ২১ ও ২২ জুন জারি হওয়া বদলির আদেশে তাদের নতুন কর্মস্থলে ২৪ জুনের মধ্যে যোগ দিতে বলা হয়। কিন্তু কেউই যোগ দেননি।
প্রসঙ্গত, এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআরের একটি অংশ আন্দোলন করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২৮ ও ২৯ জুন কমপ্লিট শাটডাউন পালন করা হয়, যার প্রভাব পড়ে আমদানি-রপ্তানিসহ রাজস্ব আদায়ে।
এদিকে গত ১ ও ২ জুলাই আরও পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত করা হয়েছে।
সরকার বলছে, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
#NBR #TaxReform #GovtJobsBD #CivilService #PublicAdministration #TaxNews #BDNews #BreakingNewsBD #NBRUpdate #TaxOfficials #DisciplinaryAction #BangladeshRevenue #GovtDecision #AdminShakeup #TaxMovementBD #RevenueBoard #PolicyChangeBD #TaxationMatters #NBRReform #AccountabilityBD


Post a Comment