শূন্য করদাতাদের হিসাব খতিয়ে দেখবে- এন বি আর
দ্বিতীয় বৎসর রিটার্ন টা আমার কাছে এসেছে, আয় শূন্য,কর শূন্য এবং সম্পদ শূন্য অথচ সঞ্চয়পত্র আছে।জিজ্ঞেস করলাম কেন এভাবে দিলেন বলল, ২০০ টাকা দিয়ে কম্পিউটার দোকান থেকে দিয়েছি।
উৎসব করে শূন্য রিটার্ন দিবেন না। কম্পিউটার দোকান এবং ফুটপাতে বসে শূন্য রিটার্ন দাখিল করবেন না। একটি সঠিক ক্যালকুলেশন অর্থাৎ অ্যাসেসমেন্ট করে তারপর রিটার্ন দাখিল করুন। সঞ্চয় পত্রের ইনকাম তো চূড়ান্ত করদায়, সেটাও তো দেখানো যেত!!
অতএব সচেতন হোন! এবং ন্যায্যতার ভিত্তিতে কর পরিশোধ করুন!! (সংগ্রহিত)
Post a Comment