দেশীয় শিল্পে ব্যবহৃত ফ্রিজ ও এসির খুচরা যন্ত্রাংশ আমদানিতে সম্পূরক শুল্ক তুলে নেওয়া হলো
দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে শুল্কনীতির প্রভাব: শুল্ক প্রত্যাহারে উদ্বিগ্ন উদ্যোক্তারা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শিল্পবান্ধব করনীতি ও সহায়তা কাজে লাগিয়ে দেশীয় উদ্যোক্তারা ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য খাতকে উৎপাদনমুখী পর্যায়ে নিয়ে গেছেন। ফ্রিজ, এসি ও টেলিভিশনের মতো পণ্যের ক্ষেত্রে পুরোপুরি দেশীয় উৎপাদন গড়ে উঠেছে। উদ্যোক্তারা বড় অঙ্কের বিনিয়োগে কারখানায় অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করে এখন অধিকাংশ উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরি করছেন।
তবুও সম্প্রতি এনবিআর উৎপাদনমুখী দেশীয় ফ্রিজ ও এসি শিল্পে ব্যবহৃত উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানিতে সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে, যা উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তে হাজার কোটি টাকার দেশীয় বিনিয়োগ ও লক্ষাধিক কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। এতে উৎপাদনমুখী শিল্প খাতের টেকসই বিকাশ ব্যাহত হবে এবং প্রযুক্তিগত অগ্রগতিও থমকে যাবে।
গত ২৭ মে জারিকৃত এস.আর.ও (১৭৬-আইন/২০২৫/৩০৪-মূসক)-এর মাধ্যমে দেশীয়ভাবে অনুৎপাদিত যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় দেয় এনবিআর। তবে ২৪ জুন আরেকটি সংশোধনী এস.আর.ও (২৭৪-আইন/২০২৫/৩১৭-মূসক) জারি করে দেশেই উৎপাদিত বেশ কিছু নতুন উপকরণকেও শুল্কছাড়ের তালিকায় যুক্ত করা হয়।
ফ্রিজ ও ফ্রিজার খাতে স্টোপার ব্লক, ডিওডোরেন্ট ব্লক, পিপি বটম প্লেট, ক্রিস্পার কভার, ড্রেইনেজ পাইপ কভার, কম্প্রেসার হাউজ কভার, কটন প্যাড ফর শেলফ, শেলফ বেল্টসহ আরও একাধিক উপকরণ এতে যুক্ত হয়েছে। একইভাবে এসি খাতে ফ্যান ব্লোয়ার, কানেকটিং পাইপ, এক্সিয়াল ফ্যান, এয়ার গাইড প্লেট, ফিল্টার, আইডিইউ প্যানেল, ক্রস ফ্লো ফ্যান প্রভৃতি যন্ত্রাংশ যুক্ত হয়েছে, যেগুলো দেশেই উৎপাদন হয়।
এছাড়া, এস.আর.ও-তে পূর্বে উল্লেখ ছিল যে, শুধুমাত্র সংযোজনকারী প্রতিষ্ঠান নয়, উৎপাদনমুখী প্রতিষ্ঠানই কেবল এই সুবিধা পাবে। কিন্তু সংশোধনীতে এসব নির্দেশনা উপেক্ষিত হয়েছে বলে উদ্যোক্তারা মনে করছেন।
দেশীয় উদ্যোক্তাদের প্রশ্ন—যেসব উপকরণ ইতোমধ্যে দেশে উৎপাদিত হয়, সেগুলোর আমদানিতে শুল্কছাড় দিয়ে কার স্বার্থ রক্ষা হচ্ছে? এতে কি আমদানিনির্ভর সংযোজন শিল্পকে উৎসাহিত করা হচ্ছে না? দেশীয় উৎপাদনের বিকাশ ব্যাহত হবে না?
এই বাস্তবতায়, দেশীয় উদ্যোক্তারা এনবিআরের কাছে আহ্বান জানাচ্ছেন—যেসব খুচরা যন্ত্রাংশ ইতোমধ্যে দেশীয়ভাবে উৎপাদিত হয়, সেগুলোর আমদানিতে শুল্কছাড়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সংশোধনী এস.আর.ও বাতিল করা হোক।

Post a Comment